স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বৈরি আবহাওয়ার কারণে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে রয়েছে সংশয়।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস ক্রমেই ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা রাজ্যের দিকে ধেয়ে আসছে। এর প্রভাব পড়বে বাংলাদেশেও। সমুদ্র উপকূলে ইতোমধ্যে সতর্কতা সংকেত দেখানো হয়েছে, যার মাত্রা ক্রমে বাড়ছেই।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশজুড়ে চলমান দাবদাহ থেকে রেহাই মিললেও তা দুঃসংবাদ বয়ে আনতে পারে ক্রিকেটপ্রেমিদের জন্য। ইয়াসের প্রভাবে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে, যার মাত্রা বাড়বে মঙ্গলবার (২৫ মে)।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ দেশের প্রায় সর্বত্রই দিনের ভাগে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বেড়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরু হওয়ার কথা দুপুর একটায়।
কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাঁচবে না মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও। তাই পুরো ম্যাচজুড়ে থাকছে বৃষ্টিপাতের শঙ্কা। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধ্বের সময়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বল মাঠে গড়ালেও কোনো ফলাফল ছাড়াই পণ্ড হতে পারে এই ম্যাচ।
সিরিজের তিনটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সুপার লিগের নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ পণ্ড হলে বা অমীমাংসিতভাবে শেষ হলে দুই দলই ৫টি করে পয়েন্ট পাবে, জয়ের জন্য যা ১০ পয়েন্ট করে বরাদ্দ। অবশ্য বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অবলম্বনের সুযোগ পাবেন ম্যাচ অফিসিয়ালরা। সেক্ষেত্রে প্রতি দলকে অন্ততপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হবে।বিডিক্রিকটাইম।