• আজ, বুধবার, ০৭ জুন ২০২৩ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ১৭ জ্বিলকদ ১৪৪৪
logo

বিশ্বে করোনায় ৩১ লাখ ১৭ হাজার মানুষের মৃত্যু

বিশ্বে করোনায় ৩১ লাখ ১৭ হাজার মানুষের মৃত্যু

সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৯৭৮ জন। মৃতের সংখ্যা ৩১ লাখ ১৭ হাজার ২২৯ জন। তবে ইতিবাচক খবর হচ্ছে এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ২২ জন।

রোববার রাত সাড়ে ১০ টায় করোনার হিসার রাখা আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ২৯৭ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৯২৫ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫২ লাখ ৯৬ হাজার ৩৩০ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৭২৮ জন। মারা গেছেন ১ লাখ ৯৩ হাজার ৪৭১ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৮ হাজার ২১৫ জন। মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৬০৯ জন।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রাঞ্চে করোনায় সংক্রমণের সংখ্যা ৫৪ লাখ ৭৩ হাজার ৫৭৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২ হাজার ৭১৩ জন। 

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ৬২ হাজার ৫৬৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ২৩২ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের এই উর্ধ্বগতির মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে চলতি মাসে যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করে। এরপর দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেও একই টিকা দেওয়া শুরু হয়। পাশাপাশি, সৌদি আরবেও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশেও করোনার টিকা দেওয়া শুরু হয়।

ফিচার

Top