বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত সাত দিন ধরে করোনায় আক্রান্ত। বৃহস্পতিবার বিকালে তার ব্যক্তিগত চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ড. এফ এম সিদ্দিকী তার সিটি স্ক্যান করানোর কথা জানান।
পরে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতাল এভারকেয়ারে সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে।চিকিৎসক জানায় বেগম জিয়ার প্রাথমিক রিপোর্ট ভালো এবং সংক্রমণ খুবই সামান্য। সিটি স্ক্যান শেষে বাসায় ফিরে যান খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান। বাসার সামনে থেকে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বেগম জিয়ার বাসায় ফেরার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রাত ৯টা ২০ মিনিটে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে বাসা থেকে বের হন খালেদা জিয়া। রাত ৯টা ৪০ মিনিটে এভার কেয়ারে পৌঁছান। এ সময় পুলিশ ও চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন । হাসপাতালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মামুনের তত্ত্বাবধানে তার সিটি স্ক্যান করানো হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘ম্যাডামের টেস্টে সবই ক্লিয়ার আছে। তাই মনে করছি তিনি স্ট্যাবল আছেন। কোভিডের প্রথম সপ্তাহের সঙ্গে দ্বিতীয় সপ্তাহের পার্থক্য আছে। দ্বিতীয় সপ্তাহটা আরও সতর্ক থাকতে হবে। যেকোনও একসময় সিটি স্ক্যান করাবো। অক্সিজেনের অবস্থাও মোটামুটি ভালো আছে। সিটি স্ক্যান করার পর বুঝতে পারবো, বাসায় রেখে তার চিকিৎসা হবে, নাকি কোনও হাসপাতালে অবজারভেশনে রাখা দরকার।’