রবিবার রাতে হেফাজতে ইসলাম আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা দেন।
কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উল্লেখ করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। তবে আগামীতে আহবায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী মোদির আগমন উপলক্ষে হেফাজতের বিরোধিতা ও দেশব্যাপী হরতাল-তাণ্ডবের ঘটনায় সংগঠনের বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়েছেন। এছাড়া সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারী কেলেঙ্কারীসহ নানা বিতর্কিত কাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছেন। তিনিও গ্রেফতার হয়ে পুলিশের রিমান্ডে আছেন বর্তমানে।