সব কিছু ঠিকঠাক থাকলে ২৮ মার্চ আইপিএল খেলতে ঢাকা ছাড়বেন সাকিব। আইপিএলের প্রথম ভাগের সব ম্যাচই হবে মুম্বাই ও চেন্নাইতে। তাই কোলকাতার ডেরায় যোগ দিতে সরাসরি মুম্বাইয়ে যাবেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সেখানে ৭ দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করবেন সাকিব।
তবে সাকিবের জন্য বিসিবির সবুজ সংকেত না থাকলে হয়তো আইপিএল খেলতে কিছুটা বাধার সম্মুখীন হতে হত বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কে। জানা যায় ,আইপিএলের জন্য সাকিব আল হাসানে দেয়া ছাড়পত্র আটকাবে না বিসিবি।
এদিকে বুধবার, আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত পুরুষ ওয়ানডে র্যাংকিংয়ের অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ব্যাটে ও বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটারের তালিকার মধ্যে শীর্ষে আছেন এই তারকা খেলোয়াড়।
এদিকে করোনাভাইরাস মহামারির কারণে এবার আইপিএলের প্রথম ভাগের সব ম্যাচই হবে মুম্বাই ও চেন্নাইতে হলেও দ্বিতীয় ভাগে ম্যাচ হবে আহমেদাবাদ, কোলকাতা, বেঙ্গালুরু ও দিল্লিতেও।
৯ এপ্রিল শুরু হবে আইপিএল। তবে সাকিবের কোলকাতার প্রথম ম্যাচ ১১ এপ্রিল হায়দ্রাবাদের বিপক্ষে।