• আজ, বুধবার, ০৭ জুন ২০২৩ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ১৭ জ্বিলকদ ১৪৪৪
logo

‘এসএসসি-এইচএসসি পরীক্ষা আয়োজনের সর্বাত্মক চেষ্টা হচ্ছে’

‘এসএসসি-এইচএসসি পরীক্ষা আয়োজনের সর্বাত্মক চেষ্টা হচ্ছে’

এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা আয়োজনের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

পরীক্ষা না হলেও শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখার আহবান জানান তিনি। মঙ্গলবার কেরানীগঞ্জে বৃক্ষরোপন শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।

তিনি বলেন, বিকল্প অনেক বিষয় নিয়েও চিন্তা ভাবনা চলছে। আমরা বর্তমান পরিস্থিতির বিবেচনায় চিন্তা-ভাবনা করছি।

দীপু মনি বলেন, এই মহামারীতে স্কুল-কলেজ বন্ধ থাকার পরেও শিক্ষার্থীরা যেনও পড়াশোনা করে এবং বাসায় মন দিয়ে পড়াশোনা করে। ভিডিও গেম, মাদক, সন্ত্রাস এগুলোর সঙ্গে জড়িয়ে না পরে সেদিকে বাবা-মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, আমরা আমাদের সক্ষমতার আলোকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার চেষ্টা করছি। পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি নিয়েও কাজ চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, টিকার ক্ষেত্রে আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। তাদের টিকা দেয়ার পরেই সাধারণ শিক্ষার্থীদের দেয়া হবে। । 

ফিচার

Top